গাজীপুরের কাশিমপুরে পোশাক শ্রমিককে গণধর্ষণ, আটক ৩
বি এ রায়হান,গাজীপুর:
গাজীপুরের কাশিমপুরে কারখানা থেকে বাসায় ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে এক পোশাক শ্রমিককে পালাক্রমে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।
গেলোরাতে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে । বিচার দাবী করে সকালে ওই পোশাক শ্রমিকের সহকর্মীরা কাশিমপুর থানার সামনে বিক্ষোভ করে।ঘটনার সাথে জড়িত আমিনুল ইসলাম(২৮), শাহাদাত হোসেন(৩৫) ও বায়েজিদ হোসেন(৩০)কে আটক করেছে পুলিশ ।
আটককৃত আমিনুল ইসলাম ময়মনসিংহের হালুয়াঘাট থানার গোবরকুড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে ।শাহাদাত হোসেন গাজীপুর মহানগরের সারদাগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে, বায়েজিদ হোসেন একই এলাকার আব্দুল আলীমের ছেলে।
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, গাজীপুর মহানগরের সারদাগঞ্জ এলাকার আরব ফ্যাশন লিমিটেড নামে পোশাক কারখানার এক নারী শ্রমিক গেলো রাতে ছুটির পর বাসায় ফিরার পথে ৫/৬ জন যুবক তাকে রাস্তা থেকে তুলে নেয়। পরে স্থানীয় স্কয়ার গেট এলাকার নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তার পরিবারের লোকজনকে ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে । বিষয়টি জানাজানি হলে পুলিশ শাহাদাত হোসেন, বায়েজিদ হোসেন,আমিনুল ইসলামকে আটক করে।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, এঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে । এছাড়া আক্তারুজ্জামান ও এমারতকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।ভূক্তভোগী নারী শ্রমিককে পরিক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশ উপ-কমিশনার (ক্রাইম উত্তর) রেজওয়ান আহমেদ জানান, ঘটনার সাথে তিনজনকে আটক করা হয়েছে । বাকীদের আটক অভিযান চলছে ।